মেদিনীপুর গ্রামীণের বালি খাদানে হানা পুলিশের, খাদান মালিকের বিরুদ্ধে মামলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর গ্রামীণের বালি খাদানে হানা পুলিশের, খাদান মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে বালি উত্তোলনের অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের মনিদহতে। এই অভিযোগে রবিবার রাতে মনিদহতে কংসাবতী নদীর ১১ নং খাদানে হানা দেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। জানা গিয়েছে, মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকার কংসাবতী নদীতে সরকারের তরফে বেশ কয়েকটি বালি খাদানের অনুমতি রয়েছে। এমনই একটি খাদানের মালিক সরকারি অনুমতি পাওয়া নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে বালি উত্তোলন করছিলেন বলে অভিযোগ যায় পুলিশের কাছে। পুলিশ খাদানে গিয়ে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে মালিকের নামে মামলা দায়ের করেছে। ইদানীং বালি খাদানগুলিতে লাগাতার অভিযান চালাচ্ছে গুড়গুড়িপাল থানার পুলিশ। সম্প্রতি একটি খাদানের মেশিনও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ অভিযান চালালেও ভূমি দফতরের নিয়মিত অভিযান চলে না বলে অভিযোগ স্থানীয়দের। গুড়গুড়িপাল থানার পুলিশ আধিকারিক শুভঙ্কর রায় বলেন, "দুর্নীতির খবর পেয়ে খাদানে অভিযান চালানো হয়। নির্দিষ্ট জায়গার বাইরে বালি তোলায় মালিকের নামে মামলা করা হয়েছে। কড়া নজরদারি চালানো হচ্ছে সমস্ত খাদানগুলিতে"।