নিউজ ডেস্ক, ডেবরাঃ পশ্চিমবঙ্গ সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও জাত তুলে অপমানের অভিযোগ তুললো ডেবরার এক তরুনী। ইতিমধ্যেই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডেবরা ব্লকের ৬ নং জালিমান্দা অঞ্চলের ব্রাহ্মণশাষন এলাকার ওই তরুণীর অভিযোগ, সরকারি দফতরে অস্থায়ী চাকরি দেওয়ার নাম করে রাজ্যের এক মন্ত্রী তাকে কলকাতার বাড়িতে রেখে পরিচারিকার কাজ করাতেন এবং কাজে সামান্য ভুল হলে মন্ত্রী ও তার স্ত্রী নিচু জাত বলে তাকে গালিগালাজ করতেন।
তাকে দফতরের নিয়োগপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ তরুণীর। তরুণীর দাবি, কাজ পছন্দ না হওয়ায় মন্ত্রী ও তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তারপর তিনি বাড়ি ফিরে আসেন। তিনি আরও জানান, ২০২১ সালের ১০ আগষ্ট সরকারি দফতর থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে এসেছেন। এই ঘটনার কথা প্রথম কয়েকমাস কাউকে না জানালেও পরে ডেবরা থানা, জেলার এসপি, বিধানসভার স্পীকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখে জানিয়েছে ওই তরুনী। তরুনীর বলেন, "মন্ত্রী যেভাবে আমাকে ব্যাবহার করেছেন ও গালিগালাজ করেছেন তার প্রকৃত আইনি ব্যাবস্থা নেওয়া হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমার চাকরি ফিরিয়ে দিক"।
একই অভিযোগে সরব হয়েছেন দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করা তরুনীর পরিবার। এমনকি ওই তরুনীর দাদু পঞ্চায়েত সদস্যও বটে। তারাও মন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। অপরদিকে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "ডেবরার লোকরা কাকে জিতিয়েছে বুঝুক। ওই তরুনী যেই লড়াইটা করছে আমরা তাকে সাপোর্ট করছি। যদি ওই তরুণী বিজেপির কার্যালয়ে সাহায্যের প্রয়োজনে আসে বিজেপি সাহায্য করবে। বিজেপি আগ বাড়িয়ে ওই তরুনীর বাড়ি যাবে না।ওই তরুনী যদি নিরাপত্তা হীনতায় ভোগেন এবং আইনি সাহায্য চান বিজেপি তা করবে"।