১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছে মাদুর শিল্প

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছে মাদুর শিল্প

সবং, নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা থেকে শুরু করে রাজ্যসভা। সর্বত্রই সরব হয়েছিলেন মানস ভুঁইয়া। দাবি করেছিলেন, মাদুর শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করার। সেই দাবি এখন পূরণ হওয়ার পথে। বিরাট অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে মাদুর শিল্পের আঁতুড়ঘর সবং ব্লক সহ পিংলা, নারায়ণগড় ও ডেবরা ব্লকের মাদুর শিল্পীদের মধ্যে। ফলে এই নিয়ে খুশি সবংয়ের মাদুর শিল্পীরা। ১০০ দিনের প্রকল্পে মাদুর চাষ ও বোনাকে অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন মানস ভুঁইয়া। সেই ব্যাপারে সম্প্রতি সবং বিডিওর কাছে একটি চিঠি পৌঁছায় জেলাশাসকের পক্ষ থেকে। সেই চিঠিতে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিডিও ইতিমধ্যে যাবতীয় প্রমান সহ সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছেন। এখন শুধু অপেক্ষা এই মাদুর বোনা ও চাষের কাজকে ১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করার সবুজ সংকেত পাওয়ার। তবে সংশ্লিষ্ট সকলে আশাবাদী শীঘ্রই সবুজ সংকেত এসে যাবে। আর বহু আকাঙ্খিত এই সবুজ সংকেত এসে গেলে ১০০ দিনের প্রকল্পে অন্যান্য কাজের মত মাদুর শিল্পের সঙ্গে জড়িত সকলকে জব কার্ড দেওয়া সহ অন্যান্য সমস্ত প্রক্রিয়াতে যুক্ত করা হবে। জানা গিয়েছে, ১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলে শুধুমাত্র সবং ব্লকে ১,৬০,০০০ মানুষ উপকৃত হবেন। এছাড়া পিংলা, নারায়ণগড় ও ডেবরা মিলিয়ে অন্তত আরও ৭০ থেকে ৮০ হাজার মানুষ উপকৃত হবেন বলে ধারণা। এই ব্যাপারে সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও ক্রেতা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, "আমি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছি মাদুর শিল্পের সঙ্গে জড়িত সকলকে ১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য। আজ সেই দাবি পূরণ হতে চলেছে। সরকার উদ্যোগ নিয়েছে। আর এইজন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।" তিনি আরও বলেন "সবংয়ে কোনও শিল্প নেই। একমাত্র মাদুর কাঠি চাষ ও বোনার উপর ৮০ শতাংশ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। ১০০ দিনের প্রকল্পে এই মাদুর চাষ ও বোনার কাজ অন্তর্ভুক্ত হলে প্রচুর মানুষ উপকৃত হবেন। বিশেষ করে মহিলারা উপকৃত হবেন"। এদিকে এই ব্যাপারে সবংয়ের মাদুর শিল্পীরা বলেন "ভালো উদ্যোগ। আমাদের উপকার হবে। সকলের ভালো হবে"। অপরদিকে সবংয়ের বিডিও তুহিন শুভ্র মহান্তি বলেছেন " মাদুর শিল্পের সঙ্গে জড়িত চাষী সহ সকলকে ১০০ দিনের প্রকল্পে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। এই বিষয়ে গত কয়েকদিন আগে জেলাশাসকের পক্ষ থেকে একটি চিঠি পৌঁছায়। সেখানে এই মাদুর শিল্পের বিষয়ে বেশ কিছু তথ্য চাওয়া হয়। আমরা ইতিমধ্যে সমস্ত তথ্য যাবতীয় প্রমান সহ দফতরে পাঠিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র দফতরের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি"।