নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যুতে তাদের নিকটাত্মীয়দের ওই পদে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। ঝাড়গ্রামের জঙ্গলমহলে সম্প্রতি এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। যেমন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলের মাশাড় শালবনী এলাকার বাসিন্দা নিতাই সিং নামে এক সিভিক ভলেন্টিয়ার গত ২১ ফেব্রুয়ারি রোহিনীতে নাইট ডিউটিতে থাকাকালীন আচমকা স্ট্রোক হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ২৩ ফেব্রুয়ারি তাকে কটক নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। সেই সময় সাঁকরাইল থানার ওসি জানিয়েছিলেন, ২ মাসের মধ্যে নিতাই সিংয়ের বোন নীলা সিং যাতে চাকরি পান তার ব্যবস্থা করবেন তিনি। এই ধরনের নানা ঘটনায় ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, বেলিয়াবেড়া, সাঁকরাইল, জামবনি ইত্যাদি থানায় চাকরি পেয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের কারও বোন, কারও স্ত্রী, কারও ভাই বা বাড়ির অন্য কেউ। সম্প্রতি একটি সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের আচমকা মৃত্যুতে তাদের পরিবারকে বাঁচাতে এরকম প্রায় ৬ জনকে চাকরি দেওয়া হয়েছে।