নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডের তেহরি জেলার কদ্দুখাল থেকে সুরকান্দা দেবী মন্দির পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু হল। ৫০২ মিটার দীর্ঘ পথে, প্রতি ঘণ্টায় ৫০০ জন মানুষ যেতে পারবেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই পরিষেবা চালু করলেন। এই অঞ্চলে একটি স্থায়ী হেলিপ্যাড তৈরির প্রকল্পে কাজ শুরু করার জন্য তেহরির জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।