নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রকাশ্যে বাবুল সুপ্রিয় ও রাজ্যপাল জগদীপ ধনকরের দ্বন্দ্ব। এদিন রাজ্যপাল বলেন, '১৬১-বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত বাবুল সুপ্রিয় আমাকে অনুরোধ করেছেন যাতে স্পিকার তাঁর শপথবাক্য পাঠ করান। কিন্তু তাঁর অনুরোধ শপথ গ্রহণের জন্য রাজ্যপালের কাছে আবেদন করা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে গ্রহণযোগ্য নয়। তাই তাঁর শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিয়োগ কড়া হয়েছে।'