মেদিনীপুর শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক সিআইএসএফ জওয়ান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক সিআইএসএফ জওয়ান



নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রবিবার ছুটির দিন হওয়ায় তেমন একটা চাপ থাকে না ট্রাফিকের। রবিবার সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ান-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই উক্ত যুবককে আটক করেছে কতোয়লী থানা। জানা গিয়েছে মেদিনীপুর শহরের বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন ওই যুবক। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ওই সিআইএসএফ জওয়ানকে দাঁড় করান। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখান। অবশেষে ট্রাফিক পুলিশ মোটর বাইকের চাবি নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপর মারধর করেন বলে অভিযোগ করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। পরবর্তীকালে জানা যায় তিনি একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘটনাস্থলে পৌঁছান মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। সেখান থেকে উক্ত ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।