নিজস্ব সংবাদদাতাঃ এবার চিনের বিরুদ্ধে নিন্দায় সরব হল 'রাইটস' মানবাধিকার গোষ্ঠী। গতবছর হংকংয়ে গণতন্ত্রপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ায় তাইওয়ান ব্যবসায়ী লি মেং-চুকে গ্রেফতার করে চিন বাহিনী। পরে তাকে মুক্তি দেওয়া হলেও তাকে দেশ থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না চিন। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। তবে এখনও তাকে দেশ থেকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি চিন। সেই বিষয়েই চিনের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে 'রাইটস' মানবাধিকার গ্রুপ।