খান্দরায় ধস, বিপদে ৪০০ থেকে ৫০০ মানুষ- শুনুন তাদের বক্তব্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খান্দরায় ধস, বিপদে ৪০০ থেকে ৫০০ মানুষ- শুনুন তাদের বক্তব্য

সংবাদদাতা, অন্ডালঃ অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকার দিঘির বাগান মাঝিপাড়ার একটি কুয়ো ধস নেমে বসে যায়। এই বিষয়ে শেখ হাসমত নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এই কুয়োর ওপর নির্ভরশীল এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ জন মানুষ। এই কুয়োর জলই ভরসা এলাকাবাসীদের । হঠাৎ ধসের কারণে কুয়ো বসে যাওয়ায় চরম সংকটে পড়েছেন এলাকার মানুষ। তিনি এবিষয়ে পঞ্চায়েত গ্রামের প্রধানের দিকে আঙুল তোলেন। অন্যদিকে খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীর সঙ্গে সংবাদমাধ্যমের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। ফোনেও পঞ্চায়েত প্রধানকে পাওয়া যায়নি এমনকি প্রধানের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ধসের বিষয়ে প্রধানের কোন বক্তব্য পাওয়া যায়নি।