খান্দরা এলাকায় ধস, ক্ষোভ প্রকাশ স্থানীয়ের- দেখুন ভিডিও

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খান্দরা এলাকায় ধস, ক্ষোভ প্রকাশ স্থানীয়ের- দেখুন ভিডিও

সংবাদদাতা, অন্ডালঃ অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকার দিঘির বাগান মাঝিপাড়ার একটি কুয়ো ধস নেমে বসে যায়। এই বিষয়ে মেহেনা বিবি নামে এক স্থানীয় মহিলা জানান, বারবার পঞ্চায়তকে বলার পরও তাদের এলাকায় জলের ব্যবস্থা হয়নি। ভোটের সময় সরকারি প্রকল্পের কল দেওয়ার কথা বলা হলেও কার্যত তা বাস্তবায়ন হয়নি। তিনি দাবি করেন, তাদের জীবনের কোনও দাম নেই শুধুমাত্র ভোটের জন্যই তাদের দাম। পঞ্চায়েত প্রধানও তাদের গুরুত্ব দেয়না। তিনি আরও জানান, যে সময় কুয়োয় ধস দেখা দেয় ঠিক সেই সময় তার ছেলে কুয়োয় স্নান করছিল। সৌভাগ্যবশত ধস হওয়া মাত্রই ছেলেকে সেই স্থান থেকে টেনে নিয়ে আসেন তিনি। ফলে একটুর জন্য প্রাণে বেঁচে যায় ছেলেটি । অন্যদিকে খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীর সঙ্গে সংবাদমাধ্যমের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। ফোনেও পঞ্চায়েত প্রধানকে পাওয়া যায়নি এমনকি প্রধানের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ধসের বিষয়ে প্রধানের কোন বক্তব্য পাওয়া যায়নি।