ফের খনি এলাকায় ধস, ধসের কারণে বসে গেল কুয়ো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের খনি এলাকায় ধস, ধসের কারণে বসে গেল কুয়ো

সংবাদদাতা, অন্ডালঃ ফের খনি এলাকায় ধস। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ধসের কারণে বসে গিয়েছ গ্রামের একমাত্র কুয়ো। ঘটনাটি ঘটেছে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকার দিঘির বাগান মাঝিপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, গ্রীষ্মের দাবদাহের কারণে কুয়োর জল শুকিয়ে গিয়েছিল। পরে ইসিএলের তরফ থেকে কুয়োতে জল ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছে, তারপরেই ধস নেমে বসে যায় কুয়োটি। স্থানীয়রা এবিষয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে খান্দরা পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীর সঙ্গে সংবাদমাধ্যমের লোকেরা যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। ফোনেও পঞ্চায়েত প্রধানকে পাওয়া যায়নি এমনকি প্রধানের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে ধসের বিষয়ে প্রধানের কোন বক্তব্য পাওয়া যায়নি।