অবৈধ বালি খাদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়ালেন বৈধ বালি ব্যবসায়ীরা

author-image
Harmeet
New Update
অবৈধ বালি খাদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়ালেন বৈধ বালি ব্যবসায়ীরা

দিগবিজয় মাহালীঃ অবৈধ বালি খাদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়ালেন বৈধ বালি ব্যবসায়ীরা।
বুধবার মেদিনীপুর সদর ব্লক ভূমি সংস্কার আধিকারিক এর কার্যালয়র সামনে তাঁদের পক্ষ থেকে বীরেন কাপড়ী , দীপক পাত্র , সুদেব দাস গোপাল ঘোষ , রাজেশ চক্রবর্তী জানান ," গত কয়েক দিন ধরে যেভাবে সারা জেলা জুড়ে অবৈধ বালি ব্যবসায়ী ও বালি মজুতদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এতে বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ী কেও অবৈধ বলা যায় হয়েছে। তারা এর বিরুদ্ধে। এজন্য তাঁরা রাজ্য পুলিশের আইজি ( আইন শৃঙ্খলা ) র কাছে অভিযোগ জানিয়েছেন"।

পুলিশ প্রশাসন অবৈধ বালি ব্যৱসা বন্ধ করুক এবিষয়ে তাদের কোনো আপত্তি নেই তবে বৈধ বালি ব্যবসায়ী দের হেনস্তা বন্ধ না করলে তাঁরা ব্যবসা বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন।

প্রশ্নগত রাজেশ বাবু জানান , গত ৩ বছরে তাঁরা এই জেলা থেকে কয়েকশ কোটি টাকা রাজস্ব তুলে দিয়েছেন।

এর পাশাপাশি বালি ব্যাবসায়ী দের নিয়ে বুধবার বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয় । এরপর জেলা শাসক রশ্মি কোমল তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9526



For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm