নিজস্ব সংবাদদাতা : ১ মে মহারাষ্ট্র দিবস। এদিন ঔরঙ্গাবাদে মেগা সমাবেশ রয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস)। সেখানে বক্তব্য রাখবেন রাজ ঠাকরে। সমাবেশের জন্য শর্ত সাপক্ষে অনুমতি দেওয়ার কথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে। তিনি বলেন, 'রাজ ঠাকরের সমাবেশের অনুমতি কিছু শর্তের বিনিময়ে দেওয়া হয়েছে। আশা করি সেগুলি অনুসরণ করা হবে। মহারাষ্ট্র পুলিশ সতর্ক রয়েছে।' হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ঔরঙ্গাবাদ পুলিশ অনুষ্ঠানস্থলের পাশাপাশি শহরের অন্যান্য জায়গায় পর্যাপ্ত কর্মী মোতায়েন করবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠান পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। ২০০০ পুলিশ কর্মী এবং অন্যান্য বাহিনী মোতায়েন থাকার সিসিটিভি, ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর, ড্রোন নজরদারি ইত্যাদি হাই অ্যালার্টও থাকবে।