নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম লোধাসুলি রাস্তার মাঝে 5 নম্বর রাজ্য সড়কের জিতুশোল এলাকায় দাপিয়ে বেড়ালো একটি দাঁতাল হাতি। যার ফলে স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাস্তার দু'ধারে বহু বাস সহ ছোট বড় গাড়ি দাঁড়িয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই সঙ্গে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটিকে রাজ্য সড়ক থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠায় বন দফতরের কর্মীরা। হাতিটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। রবিবার ওই হাতির তাণ্ডবে রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে প্রতিদিন ওই এলাকায় হাতি রাজ্য সড়কের উপর এসে তাণ্ডব শুরু করেছে, তাতে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন গাড়িচালকেরা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তর রাজ্য সড়কের ধারে নজরদারি শুরু না করলে রাজ্য সড়কের উপর থেকে হাতিকে সরানো সম্ভব হবেনা। প্রকাশ্য দিবালোকে, কখনও সকালে, কখনও আবার দুপুরে রাজ্য সড়কের উপরে এসে হাতি দাপাদাপি করছে। যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।