নিজস্ব সংবাদদাতা : করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। গোটা দেশে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে চারধাম যাত্রার জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট কিংবা ভ্যাকসিনেশনের শংসাপত্র দেখাতে হবে না বলেই জানালেন উত্তরখাণ্ডের এক সরকারি কর্মকর্তা। মুখ্য সচিব এসএস সান্ধু রাজ্যের বাইরে থেকে আগত তীর্থ যাত্রীদের কোভিড পরীক্ষা করানো নিয়ে জানিয়েছেন, সরকারের তরফে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কোভিড পরীক্ষা বাধ্যতামূলক হবে না তীর্থ যাত্রীদের জন্য। তবে, যাত্রা করার আগে ভক্তদের পর্যটন বিভাগের পোর্টালে নিবন্ধন করতে হবে।