নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর বেশ কয়েকমাস কেটেছে। আফগানিস্তানে দায়িত্বভার গ্রহণের সময় তালিবানরা জানিয়েছিলেন, নারীশিক্ষার বিষয়ে তারা আধুনিক মানসিকতার সঙ্গে কাজ করবেন।
কিন্তু কার্যত নিজদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে তালিবান সরকার। এবার এবিষয়ে হতাশা প্রকাশ করলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার মতে, আফগান নারীদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে তা আফগানিস্তানের ভবিষ্যতকেই অন্ধকারাচ্ছন্ন করে তুলবে।