এলাকায় দুষ্কৃতীমূলক কাজকর্ম করতেই সাঁটা হয়েছে মাও পোস্টারঃ পুলিশ সুপার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এলাকায় দুষ্কৃতীমূলক কাজকর্ম করতেই সাঁটা হয়েছে মাও পোস্টারঃ পুলিশ সুপার

নিজস্ব সংবাদদাতা, গড়বেতাঃ মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেওয়ার অপরাধে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় গড়বেতা আদালত। এদিন পুলিশ সুপার দিনেশ কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, "গত মাস খানেক ধরেই লাল কালিতে লেখা বেশকিছু মাও পোস্টার উদ্ধার হয়েছে জঙ্গলমহলের গড়বেতা, শালবনী, পিড়াকাটা সহ বিভিন্ন প্রান্ত থেকে। আমরা এই ঘটনার খোঁজ খবর রাখছিলাম এবং এরপরই আমরা তদন্ত শুরু করি। সেই ঘটনার তদন্ত শুরু করার পর আমাদের পুলিশ অফিসারদের দক্ষতায় অবশেষে আমরা সাতজন যুবককে গ্রেপ্তার করেছি। যাদের মধ্যে দুজন এই পোস্টার তৈরি করার মাস্টারমাইন্ড। এদের কাছ থেকে আমরা ল্যাপটপ, প্রিন্টার এবং কিছু পোস্টার পেয়েছি। এছাড়াও এই ৭ জনের মধ্যে তিনজন রয়েছে পাশের জেলা ঝাড়গ্রামের। মূলত পুলিশি সক্রিয়তা কমানো এবং এলাকায় বিভিন্ন ধরণের দুষ্কৃতী মূলক কাজ করার উদ্দেশ্যেই এই পোস্টারিং করা।" পুলিশ সুপার দিনেশ কুমার আরও বলেন, "অভিযুক্তদের নামে এর আগে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। আমরা সেই বিষয়ে আরও তদন্ত করছি। যদিও একজন পলাতক রয়েছে।" এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে, পুলিশ অফিস থেকে অফিসারদের ১০ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা করেন দিনেশ কুমার।