নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: সম্প্রতি জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে মাও পোস্টার পড়ার হিড়িক পড়ে যায়। গড়বেতা, শালবনী, পিড়াকাটা সহ বর্ডার এলাকাগুলোতে পোস্টার পড়ছে রাতের অন্ধকারে। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়,বাঁকুড়া সীমান্ত সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ছে। লাল কালিতে ঠিক মাওবাদীদের স্টাইলেই পোস্টারে লেখা ছিল বিভিন্ন ধরনের কাজ কর্মের কথা। কখনো শাসক দলের নেতাদের শাস্তি কখনো বা রাস্তাঘাট করে দেওয়ার দাবি। বেশ কয়েক দিন ধরে এই পোস্টার পড়তে থাকায় তদন্তে নেমে কয়েকজন সন্দেহভাজনের গতিবিধির ওপর নজর রেখেছিল জেলা পুলিশ। শুক্রবার রাতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার পরে পুলিশ আরও দু'জনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট এলাকা থেকে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশি জেরায় পোস্টার দেওয়ার কথা স্বীকার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় বিভিন্ন ধরনের অসৎ কাজ কর্ম করতে অসুবিধে হচ্ছিল বলে ধৃতরা এই ধরনের কাজ করেছে। ধৃত প্রথম পাঁচজনকে গড়বেতা আদালতে তোলা হয় এদিন এবং ধৃতদের সাতদিনের রিমান্ড চাওয়া হয় পুলিশের তরফে। কিন্তু ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।