নিজস্ব সংবাদদাতাঃ গড়িয়া এলাকায় দোকান তৈরির জন্য সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলের একাংশ সরব হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে দলের তরফে। অভিযোগ, রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় মোটা টাকার বিনিময়ে পূর্ত দফতরের জমি দখল করে বিক্রি করে দেন। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে আঙুল তুলেছেন ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতিও। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের কাউন্সিলর। সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।