নিজস্ব সংবাদদাতাঃ এবার স্কুলশিক্ষা দফতরের পুরনো বিশেষজ্ঞ কমিটি ভেঙে দেওয়া হল। এই পুরনো কমিটি ভাঙলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী রাজ্য সরকারের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদলও করা হয়েছে। সূত্রের খবর, পুরনো কমিটি ভেঙে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে রদবদল করেই তৈরি করা হয়েছে। এই নয়া কমিটির মেয়াদ একবছর। বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য। যা নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। স্কুলশিক্ষার সিলেবাস সংক্রান্ত কাজ করবে বিশেষজ্ঞ কমিটি। রাজ্যের শিক্ষাব্যবস্থার সার্বিক স্বার্থ যেন রক্ষা পায় তার জন্যই এই কমিটি। এই কমিটির উদ্দেশ্য হবে বিকল্প শিক্ষানীতিতে কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া। আর ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো।