বিজেপি সাংসদ অর্জুন সিংকে দিল্লিতে জরুরি তলব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিজেপি সাংসদ অর্জুন সিংকে দিল্লিতে জরুরি তলব

নিজস্ব সংবাদদাতাঃ পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে ‘উদ্বেগে’র মাঝে অর্জুন সিংকে দিল্লিতে জরুরি তলব। শনিবার দুপুর ৩টে ২০ মিনিটের বিমানে দিল্লি পাড়ি দেবেন তিনি। রাত দশটা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। একের পর এক নেতার বিদ্রোহে জেরবার বঙ্গ বিজেপি। বিদ্রোহের সুর বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের গলাতেও। পাটশিল্পের দুরবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন সাংসদ। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন। কিন্তু গোয়েল তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতে আপত্তি নেই সাংসদের। রাস্তায় নেমে আন্দোনের হুঁশিয়ারিও দেন তিনি। এই প্রেক্ষাপটেই এবার অর্জুন সিংকে জরুরি তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অর্জুনের দিল্লি সফরের পরই জল্পনার অবসান হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।