দিল্লি বিমানবন্দরে হেরোইন ভরা ১২৬টি ক্যাপসুল খেয়ে পাচারের চেষ্টায় গ্রেফতার বিদেশী মহিলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিল্লি বিমানবন্দরে হেরোইন ভরা ১২৬টি ক্যাপসুল খেয়ে পাচারের চেষ্টায় গ্রেফতার বিদেশী মহিলা

নিজস্ব সংবাদদাতাঃ দুবাইয়ের দোহার বিমানে বেশ কয়েকজনের সঙ্গে দিল্লিতে নেমেছিল উগান্ডার এক মহিলা যাত্রী। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরপত্তার চেকিংয়ে বাকিদের ভিড়ে সে লাইনে দাঁড়িয়ে ছিল। তারপর সেই উগান্ডার মহিলার ব্যাগ পরীক্ষা করে সন্দেহজনক কিছুই মেলেনি। তবে এক নিরাপত্তাকর্মীর সন্দেহ হওয়ায় মহিলার শারীরিক পরীক্ষা করা হয়। এরপরই জানা যায় উগান্ডার সেই মহিলার দেহে মিলেছে ১২৬টি ক্যাপসুল। যে ক্যাপসুলের সবগুলোতে মোট ৮৮৭গ্রাম হেরোইন ঠাসা ছিল। এই ৮৮৭ গ্রাম হেরোইনের দাম আন্তর্জাতিক বাজারে ৬ কোটি ৬৫ লক্ষ টাকার মত। এইভাবেই আন্তর্জাতিক ড্রাগস চক্র গোটা দিল্লিতে ছড়িয়ে পড়ছে। উগান্ডার সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিপদ বুঝে নিরাপত্তা কাউন্টারে আসার আগে বাথরুমে সে ব্যাগ থেকে হেরোইন বের করে খালি ক্যাপসুলে সেগুলো ভরে খেয়ে ফেলে। এই ঘটনার পিছনে কারা জড়িত, তার তদন্ত চলছে। এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী, উগান্ডার সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।