নিজস্ব সংবাদদাতাঃ নদীয়ার গাংনাপুরে গৃহবধূকে গণধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল নির্যাতিতার মৃতদেহ। এদিন রানাঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচীর উপস্থিতিতে মৃতদেহ তোলা হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল ও গাংনাপুর থানার ওসি। ৬ মার্চ, গণধর্ষণের অভিযোগ ওঠে। গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। ১৪ মার্চ, হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। এই ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেইজন্য আজ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল নির্যাতিতার মৃতদেহ। ১১ মে আদালতে পেশ করতে হবে রিপোর্ট।