নিজস্ব সংবাদদাতা : কয়লার মজুত নিয়ে সঙ্কটের মুখোমুখি হচ্ছে ভারত, যা সারা দেশে বিদ্যুৎ সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে। কয়লা রেক সরবরাহকে অগ্রাধিকার দিতে ২৫ মে পর্যন্ত ৪২টি ট্রেনের সাথে জড়িত ৭৫৩টি ট্রিপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে ২৫ মে পর্যন্ত ৭১৩টি ট্রিপ বাতিল করেছে, আর উত্তর রেলওয়ে ৮ মে পর্যন্ত ৪০টি ট্রিপ বাতিল করেছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্য বিদ্যুৎ বিচ্ছিন্নতার সম্মুখীন হয়েছে। কয়লা দ্বারা চালিত থার্মাল প্ল্যান্টের মতে, সারা দেশে ১৭৩টির মধ্যে ১০৮টি কয়লার তীব্র সঙ্কটের সম্মুখীন।