নিজস্ব সংবাদদাতা : দেশে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কেন্দ্রকে খোঁচা প্রাক্তন প্রধানমন্ত্রী পি চিদম্বরের। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে একের পর এক টুইটে বলেন, "প্রচুর কয়লা, বড় রেল নেটওয়ার্ক, তাপ কেন্দ্রে অব্যবহৃত ক্ষমতা। তবুও, তীব্র বিদ্যুতের ঘাটতি রয়েছে। মোদী সরকারকে দোষ দেওয়া যায় না। এটা কংগ্রেসের ৬০ বছরের শাসনের জন্য। কয়লা, রেলপথ বা বিদ্যুৎ মন্ত্রকের কোনও অযোগ্যতা নেই। দোষ সেই দফতরগুলির অতীত কংগ্রেস মন্ত্রীদেরই।সরকার নিখুঁত সমাধান খুঁজে পেয়েছে। যাত্রীবাহী ট্রেন বাতিল করুন এবং কয়লা রেক চালান। মোদী হ্যায়, মুমকিন হ্যায়।"