নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন সফরে রয়েছেন তিব্বতের নেতা পেনপা শেরিং। এই সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে গিয়েছেন তিনি। সেখানে চিনের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে তিব্বতের হয়ে মার্কিন কংগ্রেসে সমর্থন চেয়েছেন তিনি।
এছাড়াও সেখানে স্থানীয় তিব্বতি আমেরিকান ও চিনা আমেরিকানদের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্লেখ্য, গতবছর তিব্বত প্রশাসনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন তিনি।