চিনের বিরুদ্ধে সমর্থন চেয়ে মার্কিন সফরে তিব্বতের নেতা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চিনের বিরুদ্ধে সমর্থন চেয়ে মার্কিন সফরে তিব্বতের নেতা

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন সফরে রয়েছেন তিব্বতের নেতা পেনপা শেরিং। এই সপ্তাহের শুরুতেই মার্কিন সফরে গিয়েছেন তিনি। সেখানে চিনের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে তিব্বতের হয়ে মার্কিন কংগ্রেসে সমর্থন চেয়েছেন তিনি।

Penpa Tsering New President Of Tibetan Govt-In-Exile

 এছাড়াও সেখানে স্থানীয় তিব্বতি আমেরিকান ও চিনা আমেরিকানদের সঙ্গে বৈঠক করেন তিনি। উল্লেখ্য, গতবছর তিব্বত প্রশাসনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম মার্কিন সফরে গিয়েছেন তিনি।