বনগাঁয় অভিনব প্রতিবাদ মিছিল

author-image
Harmeet
New Update
বনগাঁয় অভিনব প্রতিবাদ মিছিল

কার্তিক সাহা, বনগাঁঃ পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বনগাঁ শহর যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাইকেল নিয়ে এক অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজন করে। পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে, ১০০-এর দোড়গড়ায় ডিজেলও। জ্বালানির এহেন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস ছুটছে আম-জনতার।আর এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামল তৃণমূল। কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন। বৃহত্তর আন্দোলনের পথে তাঁরা যে নামতে চলেছেন তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল। সংসদ ভবনেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।​


পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে এর প্রতিবাদে এদিন বনগাঁ হাইস্কুল মাঠ প্রাঙ্গন থেকে প্রায় শতাধিক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাইকেল নিয়ে এই প্রতিবাদ মিছিল শুরু করে। এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।



"মুছে যাবে দেশে গরিবের কান্না, সেদিন প্রধানমন্ত্রী হবে বাংলার অগ্নিকন্যা।" "খালিপেটে রামের নাম, ১০০০ টাকা গ্যাসের দাম, এই বিজেপি আর না।"প্রত্যেকে এই ধরনের বিভিন্ন প্লাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন। এদিনের এই মিছিল শেষ হয় এক নম্বর রেলগেট সংলগ্ন বক্সিপল্লি পেট্রোল পাম্পে গিয়ে। এ বিষয়ে বিক্ষোভকারীরা বলেন, "যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে সাধারন মানুষ কিভাবে চলবে। জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটছে,তাই এর প্রতিবাদে আমরা আজ সাইকেল র‍্যালি করলাম।"



আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=9400 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=9394
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm