অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে জলছত্রের আয়োজন করা হল দুর্গাপুরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে জলছত্রের আয়োজন করা হল দুর্গাপুরে

হরি ঘোষ, দুর্গাপুরঃ অল ইন্ডিয়া মতুয়া সংঘের দুর্গাপুর ছাত্র যুব'র পক্ষ থেকে দুর্গাপুর শহরজুড়ে জলছত্র করতে ৪০ টি মাটির কলসী বসানোর উদ্যোগ নেওয়া হয় শুক্রবার। মতুয়া সংঘের উদ্যোক্তাদের দাবি, গ্রীষ্মকালে প্রতিদিন ওই কলসীতে পরিশুদ্ধ পানীয় জল পরিষেবা দিতে এক একটি কলসী পিছু দু'জন করে যুবক দায়িত্বে থাকবেন। শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় রাখা হবে ওই কলসীগুলো। মতুয়া সংঘের নেতা অভিষেক রায় বলেন, "জলছত্র একদিন দু'দিন ব্যাপি করা হয়। কিন্তু আমরা দুর্গাপুরের বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সহ গাছের ছায়াতে এই কলসীগুলো রাখব। মোট ৪০ টি এলাকায় ৪০ টি কলসী রাখা থাকবে। একটি কলসী পিছু দু'জন করে যুবক থাকবে তারা প্রতিদিন জল পরিবর্তন করবে।"