রাজ্যপালের সমালোচনার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজ্যপালের সমালোচনার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

নিজস্ব সংবাদদাতাঃ আরও একবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন তিনি। রাজ্যে শিক্ষার হাল দেখে তাঁর ঘুম আসছে না বলেও দাবি ধনকড়ের। রাজ্যপালকে পাল্টা জবাব দিল তৃণমূল। শুক্রবার দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন তিনি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে আক্ষেপ করেন রাজ্যপাল। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেই দাবি। এরপরই রাজ্যকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমার রাতে ঘুম আসে না। উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি।” রাজ্যপালের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “আপনি অনেক কথা বলছেন। আর বাংলাকে অপমান করবেন না। বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার কোনও অধিকার কেউ আপনাকে দেয়নি। শিক্ষাবিদদের অপমান করতে পারেন না আপনি।”