নিজস্ব সংবাদদাতাঃ গোটা দেশ জুড়ে তীব্র কয়লা সঙ্কট দেখা দিয়েছে। এমন অনেক জায়গা রয়েছে, যেখানে মাত্র একদিনের কয়লা মজুত রয়েছে। শুক্রবার এমনই বললেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বর্তমানে দেশের অনেক জায়গাতেই যেমন কয়লা মজুত নেই, তেমনি মজুত নেই অতিরিক্ত বিদ্যুৎ। বর্তমানে দেশে এমন অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, যেখানে মাত্র ১ দিনের বিদ্যুৎ মজুত রয়েছে। কয়লা সঙ্কটের জেরে দিল্লির বিদ্যুৎ উৎপাদনগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তা ঝুঁকিপূর্ণ হবে বলে জানান সত্যেন্দ্র জৈন। কারণ বর্তমানে দেশে বিপুল পরিমাণে কয়লা সঙ্কট দেখা দিয়েছে। তার জেরে গোটা দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয় চলছে। দিল্লিতে কোনওভাবে তা সামাল দেওয়া হচ্ছে বলে জানান অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার এই সদস্য। এই মুহূর্তে যদি প্রত্যেকে একসঙ্গে লড়াই করা যায়, সমাধান সূত্র খোঁজা হয়, তাহলে এই সমস্যার সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সত্যেন্দ্র জৈন।