তীব্র দাবদাহে পানীয় জলের সমস্যা, ক্ষুব্ধ দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের একাধিক পরিবার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তীব্র দাবদাহে পানীয় জলের সমস্যা, ক্ষুব্ধ দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের একাধিক পরিবার

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ প্রায় আট মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের একাধিক গ্রামের বাসিন্দারা পড়েছেন পানীয় জলের সমস্যায়। শুধু গ্রামবাসী নয় সমস্যায় রাজ্য সড়কের ধারে থাকা দোকানদারেরাও। তীব্র দাবদাহের মাঝে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর,বৈকন্ঠপুর,রসুলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় নয় মাস আগে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। সেই সময় গ্রাম পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে পানীয় জল সরবরাহ করার জন্য জলের পাইপ লাইন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই পাইপ লাইন কেটে দেওয়ার ফলে জল-সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। জল সরবরাহ বন্ধের ফলেই চরম সমস্যায় পড়েছে একাধিক গ্রামের মানুষজন। দূর-দূরান্ত থেকে অপরের বাড়ি থেকে পানীয় জল এনে ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে। বারবার প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়ে পানীয় জলের সুব্যবস্থা না হওয়ায় চরম ক্ষোভের মুখে তারা। যদিও এবিষয়ে দাসপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক বলেন সমস্ত দপ্তরের সাথে কথা হয়েছে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। যদিও এবিষয়ে P.H.E দপ্তরে কর্মরত কর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন বিষয়টি বারবার জানিয়েছেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। আর এলাকার মানুষজনদের দাবি মাসের-পর-মাস তারা আবেদন করলেও এখনও পানীয় জলের ব্যবস্থা হয়নি। এখন দেখার কবে পানীয় জল পায় এলাকার মানুষ।