আর্টেম প্ল্যান্ট হামলায় প্রাণ হারালেন এক সাংবাদিক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আর্টেম প্ল্যান্ট হামলায় প্রাণ হারালেন এক সাংবাদিক

নিজস্ব সংবাদদাতা : কিয়েভের আর্টেম প্লান্টে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক সাংবাদিক। আর্টেম ফ্যাক্টরি হল ইউক্রেনের বিমানের যন্ত্রাংশ এবং এয়ার-টু-এয়ার গাইডেড মিসাইলের নেতৃস্থানীয় নির্মাতা। হামলায় নিহত সাংবাদিকের নাম ভিরা হাইরিচ। বয়স ৫৪ বছর। শুক্রবার উদ্ধার অভিযানে উদ্ধার করা হয়েছে দেহটি। ইরিচের মৃতদেহ কারখানার পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় তার অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। একই ঘটনায় জখম ও কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার বিপরীতে অবস্থিত একটি বিল্ডিংয়ের বাসিন্দারা জানিয়ছেন যে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং তারপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু প্রতিবেশীকে ভাঙা কাঁচে আহত হতে দেখেছেন তারা। রাশিয়ার বিদশমন্ত্রক শুক্রবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে।