নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আলু চাষের পর মূলত তিল চাষকে প্রধান চাষ হিসেবে বেছে নেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোণা ও দাসপুরের কৃষকরা। আর বৃষ্টি না হওয়ার জন্য সেই তিল চাষে চরম ক্ষতির সম্মুখীন চাষীরা। কৃষকদের দাবি,শেষ বৃষ্টি কবে হয়েছিল তাদের মনে নেই আর এই তীব্র দাবদাহের ফলে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে তিল চাষ। তিলের গাছ শুকিয়ে যাচ্ছে। এমনকি যে সমস্ত গাছে ফুল-ফল এসেছে সেই গাছ শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে। শুধুমাত্র বৃষ্টি নই, এই তীব্র দাবদাহকে দায়ী করছে কৃষকেরা। চাষীরা জানান পাম্প চালিয়ে জল দিলেও এই দাবদাহের ফলে মাটি গরম থাকার কারণে তিল গাছ মরে যাচ্ছে। এককথায় আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম ক্ষতির সম্মুখীন পশ্চিম মেদিনীপুর জেলার তিল চাষীরা।