নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি দেশের মসজিদ গুলিতে লাউড স্পিকার বন্ধ করার বিষয়ে মত প্রকাশ করেছে বিজেপি। তবে এবার বিজেপির এই মতকে বাক্যবাণে বিঁধলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তিনি বলেন, "আমাদের দেশ ধর্মনিরপেক্ষ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ধর্মনিরপেক্ষতা আমাদের ডিএনএ-তে রয়েছে। বিজেপি ধর্মনিরপেক্ষতার কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তবে ধর্মনিরপেক্ষতা আমাদের ডিএনএ-তেই থাকবে। মসজিদে লাউডস্পিকার বন্ধ করার মাধ্যমে বিজেপি ধর্মনিরপেক্ষতাকে ছিন্ন করতে চাইছে"।