নিজস্ব সংবাদদাতাঃ মণীষাকে 'সওদাগর' ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করান পরিচালক সুভাষ ঘাই। তার সঙ্গেই রটে যায় সুভাষ ঘাই জোর করেই নাকি মণীষার ওপর যৌন নির্যাতন করেছিলেন। এই খবরে সে সময় উত্তাল হয় বলিউড।মণীষা নিজে এ নিয়ে মুখ না খুললেও তাঁর মা সর্বত্র এই যৌন নিগ্রহের ঘটনার কথা বলতে আরম্ভ করেন। নায়িকা চুপ করে থাকলেও তাঁর মা যখন এই ঘটনাকে মান্যতা দেন তখন ক্রমশই পরিচালকের প্রতি বিরূপতা দেখাতে আরম্ভ করে বলিউড।