নিজস্ব প্রতিনিধি -লিভারের উপর অ্যালকোহল এর প্রভাব কতটা তা আমরা কম বেশি সবাই জানি।তবে তা যদি সঠিক পরিমাণে নেওয়া যায় তার বেশ উপকারিতাও পাওয়া যাবে।বিশেষজ্ঞদের মতে অ্যালকোহলের বিভিন্ন উপকারিতা রয়েছে এবং এই অ্যালকোহল শরীরের বিভিন্ন সমস্যা দূর করে যেমন ধরুন হাত পায়ে ব্যথা, শারীরিক ক্লান্তি,মানসিক অবসাদ, ইত্যাদি।পেনকিলারের চেয়েও অ্যালকোহল ভালো কাজ করে।
ব্র্যান্ডি-চেহারায় বয়েসের ছাপ, বার্ধক্যজনিত বিভিন্ন কোচকানো চামড়া এবং সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে ব্র্যান্ডি।
শ্যাম্পেন- এটি হূদরোগ বা হার্টের রোগের জন্য বেশ উপকারী।মাঝেমধ্যে শ্যাম্পেন খেলে আপনার হার্টে ভালো থাকবে।
রেড ওয়াইন -দ্রুত হজম করাতে সাহায্য করে রেড ওয়াইন।এবং মানসিক উদ্বেগও দূরে সরাতে সাহায্য করে।
রাম-এটির বেশ উপকারিতা রয়েছে, ঠান্ডা লেগে গেলে রাম খেলে অনায়াসেই সুস্থ হয়ে উঠবেন। এদিকে গলা ব্যথা কাশির থেকেও রেহাই পাবেন।
বিয়ার- মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে বিয়ার।
হুইস্কি-শরীরের অত্যাধিক ওজন কমাতে সাহায্য করে এটি।তবে বেশি মাত্রায় পান করলে ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার।