New Update
বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ রেল অবরোধের ডাক দিলেন বিজেপি বিধায়ক। সাধারণ মানুষের দাবি নিয়ে রেল অবরোধের ডাক দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কেন্দ্রের রেল দফতরের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে বিজেপি বিধায়ক। জানা গেছে, বন্ধ করে রাখা রেল পুনরায় চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। বাঁকুড়া জেলার বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার সকালে রামসাগর স্টেশনের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি। একই সাথে সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও লিখিত ভাবে ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের কথা জানাবেন তিনি। এদিন বিধায়ক অমরনাথ শাখা জানান, কেন্দ্রের রেল দফতরের মন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের বারে বারে জানানো হয়েছে আদরা-খড়গপুর শাখায় বন্ধ থাকা রেলগুলো চালানোর কথা। যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনের বেশ কিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে সেই স্টপেজগুলো পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। বিভিন্ন দাবি নিয়ে বার বার সরব হলেও তা কর্নপাত করেনি রেল দফতর ও কেন্দ্রের মন্ত্রী এমনই ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। সাধারণ মানুষের কথা ভেবে এবার আন্দোলনের পথ বেছে নিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এবার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের রাস্তায় নামছেন তিনি। সাধারণ মানুষের রেল পরিষেবার দাবি দাওয়া নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সংঘাতের পথে হেঁটে দাবি আদায়ে সামিল হচ্ছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিধায়ক জানান এই আন্দোলন পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের জন্য।
protest
politics
Adra
west bengal
central
bjp
amarnath sakha
khargapur
rail strike
bankura
against
people
bjp mla