বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ায় আবার হাতির হানায় মৃত্যু হল একজনের। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ হাতির হানায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। বন দফতর সূত্রে এবং পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের বড়মানার পশ্চিমপাড়ায়। ভোরে বাদাম ক্ষেতে জল দিচ্ছিলেন তিলক সরকার নামের ওই ব্যক্তি। অন্ধকারে হাতিটিকে দেখতে না পেয়ে, হাতিটির আক্রমণের মুখে পড়েন তিনি । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাদাম ক্ষেতের মাঝে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে তুলে নিয়ে আনা হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকেরা তাকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন। বড়জোড়া বন দফতরের রেঞ্জার ঋত্বিক দে জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক। নদী পেরিয়ে খাবারের সন্ধানে হাতিটি বড় মানাচরে গিয়েছিল। তাছাড়া জঙ্গল থেকে বড় মানাচরে যাওয়ার বিকল্প কোনও রাস্তা নেই। অনেকে মনে করছেন, হাতিগুলো প্রচন্ড খাদ্য সংকটে ভুগছে। সেই কারণে দামোদরের বিস্তীর্ণ বালির চর পেরিয়ে হাতিটি বড় মানাচরে প্রবেশ করেছে। নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে বলে বন দফতের পক্ষ থেকে জানানো হয়েছে।