বেআইনি ভাবে গাছ চেরাইয়ের অভিযোগে গ্রেপ্তার মিলের মালিক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেআইনি ভাবে গাছ চেরাইয়ের অভিযোগে গ্রেপ্তার মিলের মালিক

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ  ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় গাছ পাচার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই গাছ পাচার রুখতে জেলা শাসক ও জেলার পুলিশ সুপারকে কড়া নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। যে যত বড়ই নেতা হোক না কেন দুর্নীতি ধরা পড়লে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে এক কাঠ ব্যবসায়ী ও কাঠ চেরাই মিলের মালিককে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম সেখ গোলাম মহম্মদ ওরফে লালু। পিংলার ক্ষীরাইয়ের এই ব্যবসায়ীর ডেবরার আষাড়ীতে ব্যবসা রয়েছে। রয়েছে অবৈধ কাঠ চেরাই মিল। সেই মিলে বেআইনি গাছ চেরাই হচ্ছিল। ডেবরা ফরেস্টের অভিযোগের ভিত্তিতে সেখ গোলাম মহম্মদকে গ্রেফতার করে পুলিশ। তার কাঠ ব্যবসায় অবৈধ যোগ পাওয়া গিয়েছে। গড়বেতার কাঠ পাচার কান্ডেও গ্রেফতার করা হয়েছিল সেখ গোলাম মহম্মদকে। আজ অর্থাৎ শুক্রবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ধৃতকে পুলিশি রিমান্ডে নেওয়া হবে বলে জানা গিয়েছে।