কুলটিতে সামাজিক সংস্থার উদ্যোগে জলসত্রের আয়োজন করা হল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কুলটিতে সামাজিক সংস্থার উদ্যোগে জলসত্রের আয়োজন করা হল

রাহুল পাসোয়ান, আসানসোলঃ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতেও তীব্র তাপপ্রবাহের মাত্রা ছাড়িয়েছে । যেখানে গত এক সপ্তাহ থেকে কুলটি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা। প্রচন্ড দাবদাহের ফলে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত কুলটি নিউ রোডে সামাজিক সংস্থা এগিয়ে বাংলা এবং R K মেমোরিয়ালের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে এক সপ্তাহ ব্যাপি জলসত্রের আয়োজন করা হল। যেখানে ঠান্ডা পানীয় জলের সঙ্গে ORS দেওয়া হচ্ছে নিত্য পথযাত্রীদের। জলসত্রে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি সুবল চক্রবর্তী, অমল মুখার্জী, স্থানীয় কাউন্সিলর উকিল দাস, পুনম দেবী , চৈতন্য মাঝি এবং সংস্থার পক্ষে যতীন গুপ্তা , অঙ্কিতা সরকার সহ অনেকে।