রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলে তীব্র দাবদাহ থেকে পথচারীদের স্বস্তি দিতে পথচারীদের হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। শুক্রবার নিয়ামতপুরের নিউ রোড মোড় ট্রাফিক পোস্টের সামনে পথচারীদের হাতে এই ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিন পথচারীদের হাতে ঠান্ডা শরবতের গ্লাস তুলে দেন কুলটি ট্রাফিক আধিকারিক ইমতাজুল হক সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশের এই রকম মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান পথচারীরা। তীব্র দাবদাহে পুলিশের এই ভূমিকা দেখে খুশি সাধারণ মানুষরা।