পুনর্বাসন নিয়ে কী বললেন বিজয়নগরের বাসিন্দা অভিজিৎ বাবু?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুনর্বাসন নিয়ে কী বললেন বিজয়নগরের বাসিন্দা অভিজিৎ বাবু?

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরজার ফলে অর্ধ সমাপ্ত পুনর্বাসনের কাজ। খনি এলাকায় ধসের জন্য কোনও প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হলে এর দায় ইসিএলকে নিতে হবে বলে স্পষ্ট দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বর্ষার আগে প্রবল দুশ্চিন্তায় খনি অঞ্চলের বাসিন্দারা। এই বিষয়ে বিজয়নগরের বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী জানান দীর্ঘ কয়েক দশক ধরে খনি অঞ্চলে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সে কাজের গতি পায়। কিন্তু কয়েকমাস যাবৎ লক্ষ্য করেন গবেষণার কাজ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর তারা জানতে পারেন যে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। যার ফলে খনি অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত। অভিজিৎ বাবু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ জানান এই সমস্যার দ্রুত সমাধান করতে তিনি যেন উদ্যোগী হন।