নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরজার ফলে অর্ধ সমাপ্ত পুনর্বাসনের কাজ। খনি এলাকায় ধসের জন্য কোনও প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হলে এর দায় ইসিএলকে নিতে হবে বলে স্পষ্ট দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বর্ষার আগে প্রবল দুশ্চিন্তায় খনি অঞ্চলের বাসিন্দারা। পুনর্বাসন নিয়ে কেন্দা গ্রাম রক্ষা কমিটির অন্যতম সদস্য বিজু ব্যানার্জি জানান দীর্ঘদিন ধরে ইসিএল স্বৈরাচারী মনোভাব দেখায় খনি অঞ্চলে। প্রতিবছর বর্ষার সময় ধসের জন্য বহু ঘরবাড়ি মাটির নিচে চলে যায়। প্রাণহানিও ঘটে। প্রায়দিন গবাদি পশু মাটির গর্ভে তলিয়ে যায়। পুনর্বাসনের কাজ শুরু হওয়ার পর খনি অঞ্চলের বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবের জন্য এই কাজ বন্ধ রয়েছে জেনে তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি পূর্ণ আস্থা রয়েছে।