নিজস্ব সংবাদদাতাঃ No Entry -র সিক্যুয়াল নিয়ে কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনা চলছে। তবে এতদিন এবার ব্যাপারটি নিয়ে মৌনতা ভাঙলেন পরিচালক আনিস বাজমি। তিনি জানান খুব শীঘ্রই ছবির কাজ শুরু হতে চলেছে। সলমান খানের উপরেই সবটা নির্ভর করছিল। এবার ওই ছবির কাজ শুরু নিয়ে নাকি পরিচালককে তাগাদাও দিয়েছেন সলমান। পরিচালক বলেন, "খুব শীঘ্রই ছবির কাজ শুরু হবে।"