দুর্গাপুরের বিদ্যালয়ে দুস্কৃতি তাণ্ডব-এর ঘটনায় গ্রেফতার তিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্গাপুরের বিদ্যালয়ে দুস্কৃতি তাণ্ডব-এর ঘটনায় গ্রেফতার তিন


নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুর এমএএমসি টাউনশিপে হেভী ইঞ্জিনিয়ারিং প্রাথমিক বিদ্যালয়ে দুস্কৃতিরা তান্ডব চালায় সোমবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ পুলিসে অভিযোগ জানায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিস এসে তদন্ত শুরু করে। স্কুল কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতি স্কুলের বেশ কয়েকটি দরজার তালা ভেঙে চুরি করে। ভাঙা হয় একটি দরজা। ল্যাবের জিনিসপত্র দুষ্কৃতিরা লণ্ডভণ্ড করে বলে অভিযোগ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্কুলের কর্মীরা স্কুলের গেট খুলতে এসে দেখেন বেশ কয়েকটি ক্লাস রুমের ও ল্যাবের তালা খোলা। জলের পাইপলাইন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। জলের কল ভেঙে নিয়ে গিয়েছে দুষ্কৃরা। পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে তাদের মধ্যে দুজনের নাম রাহুল বাউরী (18 বছর বয়সী) ও নিহাজ মল্লিক (56 বছর)। পাশাপাশি চুরি করা জিনিসগুলিও উদ্ধার করে পুলিশ। নিউ টাউনশিপ থানার পুলিশ বৃহস্পতিবার তিন দুষ্কৃতীকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের সুপারিশ জানায়।