পুলিশের গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, পেট্রোল পাম্প কর্মীর অবিবেচক কর্মের ফল ভয়াবহ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুলিশের গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, পেট্রোল পাম্প কর্মীর অবিবেচক কর্মের ফল ভয়াবহ


নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরের নেতাজি ভবন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পুলিশের গাড়ির ধাক্কায় আহত শিশু, মহিলা সহ ৪ বাইক-স্কুটি আরোহী। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নেতাজি ভবন পেট্রোল পাম্পে একটি পুলিশের গাড়ি তেল ভরাতে আসে। সেই সময় গাড়ির চালক (চিনু) গাড়িটিকে পাম্পে দাঁড় করিয়ে অন্য কোথাও যান। সেই সময় ওই পেট্রোল পাম্পের এক কর্মী ওই গাড়ি চালাতে যায় বলে জানা গিয়েছে। ওই কর্মী এর আগে কোনও দিনও গাড়ি চালাননি। তার কাছে ড্রাইভিং লাইসেন্সও নেই। এতেই হয় বিপত্তি। সামলাতে না পেরে পেট্রোল পাম্পের ওই কর্মী পাম্পে থাকা একাধিক বাইক-স্কুটিকে ধাক্কা মারে। এতেই শিশু, মহিলা সহ একাধিক আহত হন। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।