নিজস্ব সংবাদদাতাঃ গরমের হাত থেকে রেহাই পেতে ঠান্ডা পানীয়ের সাথে অস্বাস্থ্যকর বরফ কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে। আসানসোল শিল্পাঞ্চলে গরম পড়েছে তীব্র। গরমের সময় রাস্তার ধারে যেখানে সেখানে গজিয়ে উঠেছে ঠান্ডা পানীয়ের দোকান। যেখানে পানীয় ঠান্ডা করতে ব্যবহার করা হচ্ছে বরফ। আর প্রশ্ন উঠছে সেখানেই। ব্যবহৃত এই বরফ কতটা নিরাপদ পানের জন্য! খোলা বাজারে যে বরফ বিক্রি হতে দেখা যায় সেটা মূলত ইন্ডাস্ট্রিতে বা মাছ, ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়। সেই বরফই পানীয়ের সাথে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। জেলা স্বাস্থ্য আধিকারিক সেখ মহম্মদ ইউনুস বলেন পান যোগ্য জলের তৈরি বরফ পানের জন্য ব্যবহার করা দরকার। পুর কমিশন নিতিন সিঙ্ঘানিয়া বলেন, পুরসভার কর্মীরা বাজারে কাটা ফল, ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত নজর রাখছেন।