চন্দ্রকোনা, নিজস্ব প্রতিনিধিঃ তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ব্যাঙের বিয়ের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দরবস্তিবালা গ্রামের বাসিন্দারা। প্রচন্ড দাবদাহে এক পসলা বৃষ্টির জন্য আকুতি মিনতি করে চলেছে সাধারণ মানুষ। বৃষ্টির আশায় গতকাল আরামবাগে ধূমধাম করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। এবার তার রেস এসে পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামের একটি কালি মন্দিরে বৃহদাকার একটি ব্যাঙকে ধরে তার বিয়ের আয়োজন করে বেশকিছু বাসিন্দা। ধূপ, সিঁদুর, ফুল সহ নানান উপকরণ সাজিয়ে গ্রামের কালি মন্দিরে একটি গর্ত খুঁড়ে তাতে ব্যাঙকে বেঁধে সিঁদুর হলুদ মাখিয়ে জল ঢেলে ফুল বেলপাতা চড়িয়ে শঙ্খ-ঝাজঘন্টা বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। দরবস্তি গ্রাম কৃষি প্রধান এলাকা। কৃষির ওপরই নির্ভরশীল সকলে। বৃষ্টির অভাবে এই চাঁদিফাটা গরমে ক্ষতি হচ্ছে সদ্য লাগানো তিল চাষের। বৃষ্টি না হওয়ার ফলে চাষের ক্ষতি তো হচ্ছেই তারওপর প্রচন্ড দাবদাহে ঘরে বাইরে টেকা দুর্বিসহ হয়ে উঠেছে বলে বাসিন্দারা জানান। এসবের হাত থেকে রেহায় পেতে একমাত্র ভরসা স্বস্তির বৃষ্টি। আর তার জন্যই এই ব্যাঙের বিয়ের আয়োজন বলে দাবি বাসিন্দাদের।