দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ‘জ্যাক ইন দ্য বক্স এফেক্ট’!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ‘জ্যাক ইন দ্য বক্স এফেক্ট’!

​নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম দেখা গিয়েছিল ‘জ্যাক ইন দ্য বক্স এফেক্ট’। প্রচণ্ড বিস্ফোরণের অভিঘাতে কয়েক টন ওজনের ইস্পাতের যুদ্ধযানের শূন্যে উঠে যাওয়ার দৃশ্য অবলম্বনে পরবর্তী কালে তৈরি হয়েছিল জনপ্রিয় ভিডিয়ো গেমস। আবারও ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দেখা মিলল ‘জ্যাক ইন দ্য বক্স এফেক্ট’-এর। সামরিক পরিভাষায় বলা হয় ‘জ্যাক ইন দ্য বক্স এফেক্ট’। ক্ষেপণাস্ত্র বা কামানের গোলার সাহায্যে শত্রুপক্ষের ট্যাঙ্ক বা সাঁজোয়া গাড়ির বহরে মজুত অস্ত্রসম্ভারে বিস্ফোরণ ঘটিয়ে আক্ষরিক অর্থে ‘উড়িয়ে দেওয়া’র পোশাকি নাম এটি। ইউক্রেন যুদ্ধের কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে এমনই দৃশ্য।