নিজস্ব প্রতিনিধি -স্বস্তি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান৷'রইস' চলচ্চিত্রের প্রচারের জন্য একটি ট্রেন ভ্রমণের সময় ভাদোদরার রেলস্টেশনে এক ব্যক্তি পদদলিত হওয়ার ঘটনার পর তার বিরুদ্ধে ২০১৭ সালে ফৌজদারি মামলা হয়,বুধবার গুজরাট হাইকোর্ট তার বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা বাতিল করেছে।২০১৭ সালে তার ছবি রইসের প্রচারের জন্য শাহরুখ ভাদোদরার স্টেশনে যান আর তখনই তাকে দেখার জন্য ভাদোদরা স্টেশনে প্রচণ্ড ভি়ড় হয়েছিল।সেই ভিড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ফরিদ খান শেরানি নামে এক ব্যক্তি। তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা।